চমেকে অনলাইনে ক্লাস শুরু, পরীক্ষা সশরীরে
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ অবস্থায় শনিবার (২২ জানুয়ারি) থেকে অনলাইনে ক্লাস চলছে। তবে চলামন পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।
দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।
তিনি বলেন, আজ থেকে অনলাইনে আমাদের ক্লাস শুরু হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। তবে যেসব পরীক্ষা চলছে তা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। সামনে যে পরীক্ষা আছে এগুলোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
হল আপতত খোলা আছে। অ্যাকাডেমিক কাউন্সিলে হল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কেএম/জেডএস