দ্বীপ অঞ্চলে বিদ্যুতায়নসহ একনেকে ৮ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দ্বীপ অঞ্চলে বিদ্যুতায়নসহ আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১১ হাজার ৩২৪ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ হিসেবে পাওয়া যাবে ৬ হাজার ১৬৫ কোটি ৮২ টাকা। এছাড়া সরকারের তহবিল থেকে ৫ হাজার ১৪০ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় করা হবে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করেন।
মন্ত্রী জানান, আজকের একনেক সভায় ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। দ্বীপ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিদ্যুৎ বিভাগের ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্পটি একনেক টেবিলে উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী অনুমোদন দেন। প্রকল্পটির বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৮৪ কোটি ৩৬ লাখ টাকা। জুলাই ২০২০ সাল থেকে জুন ২০২৩ সালে বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে একটি ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ প্রকল্পটি প্রথম সংশোধন করা হচ্ছে। সংশোধনীর মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ বেড়ে হচ্ছে জুন ২০২৪ সাল পর্যন্ত। এতে করে ব্যয় বেড়ে হচ্ছে ৬ হাজার ৪৫৭ কোটি ১৯ লাখ টাকা। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ৩ হাজার ৯২৬ কোটি ৭৬ লাখ টাকা এবং মেয়াদ ছিল জানুয়ারি ২০১৭ থেকে জুন ২০২১ সাল পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘ঢাকা এনভারিমেন্টালিজ সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (প্রথম সংশোধনী) একনেক সভায় অনুমোদন পেয়েছে। এ প্রকল্পটির মূল ব্যয় ছিল ৫ হাজার ২৪৮ কোটি টাকা এবং বাস্তবায়ন মেয়াদ ছিল জানুয়ারি ২০১৪ থেকে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত। সংশোধনীর মাধ্যমে প্রকল্পটি মেয়াদ জুন ২০২২ সাল এবং ব্যয় ৮ হাজার ১৫১ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন করছে ঢাকা ওয়াসা।
২৭২ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের ‘টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পাস হয়েছে। বাস্তবায়ন করা হবে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৩ সালে।
‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘যানবাহন চালনা প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভা। ১০৫ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি জুলাই ২০২০ থেকে জুন ২০২৩ সালে বাস্তবায়ন করবে যুব উন্নয়ন অধিদপ্তর।
এদিকে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পটি একনেকে তোলা হয়েছিলো। একনেকে অনুমোদনের পর ৪২৭ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে জাতীয় মহিলা সংস্থা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন’ নামের প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হয়। অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৪৭ কোটি ২১ লাখ টাকা। এ প্রকল্পটিতে বিশ্বব্যাংক ও আইডিএ সংস্থা ঋণ হিসেবে দিবে ৩ হাজার ৯৬৭ কোটি ৪৬ লাখ।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৫৩ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ সালে প্রকল্পটি বাস্তবায়ন করা কথা রয়েছে।
এসআর/এমএইচএস