পেশায় প্রাইভেটকার চালক, নেশায় মাদক কারবারি
রাজধানীর গুলশান ও বনানী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, আটকরা পেশায় প্রাইভেটকারের চালক হলেও তারা মাদক কারবারির কাছ থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, প্রাইভেটকারে বিদেশি মদ ও বিয়ারসহ রাজধানীর অভিজাত গুলশান ও বনানী এলাকায় কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে জানতে পেরে অভিযানে যায় র্যাব-১ এর একটি দল।
রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গুলশান থানাধীন শুটিং ক্লাব, পানির পাম্পের সামনে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়। তিনি মাদক কারবারি। তার নাম জাহিদ হাসান হৃদয় (২৭)। তার বাড়ি কুমিল্লায়। আটককালে তার কাছ থেকে ১০৬৯ ক্যান বিয়ার, ২৪ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর অপর একটি অভিযানে একই দিন বিকেলে বনানী থানাধীন মহাখালী টিবি গেট সংলগ্ন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অভিযান পরিচালনা করে মো. রিপন (৩৫) ও মনির হোসেন (৩৫) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককালে ১২০ ক্যান বিয়ার, ২৪ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনসহ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের দেওয়া তথ্যের বরাতে এএসপি নোমান বলেন, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা পেশায় প্রাইভেটকার চালক। তারা দীর্ঘদিন যাবত এই মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সাথে জড়িত। তারা মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করত। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এইচকে