১৬১২২ নাম্বারে ফোন করে নামজারির আবেদনের সুবিধা শিগগিরই
ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ১৬১২২ নম্বরে ফোন করে খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপের আবেদন এবং ভূমি উন্নয়ন কর দেওয়ার সুবিধার মতো ফোনে নামজারির আবেদনের সুযোগও শিগগিরই তৈরি করা হচ্ছে।
শনিবার (১৫ জানুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে এফডিসির মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘ভূমি ব্যবস্থাপনায় জন-অংশগ্রহণ ও সুশাসন’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সচিব বলেন, নামজারির আবেদনের ক্ষেত্রে ডিজিটাল ভূমিসেবা গ্রহণে স্মার্ট ফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজনও নেই। এছাড়া জমির যেসব দলিলাদি ইতোমধ্যে সরকারি অফিসে আছে, এ পদ্ধতিতে তাও আলাদা করে আর জমা দিতে হবে না। এতে নামজারি করা আরও সহজ হবে।
বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ভূমি সচিব আরও বলেন, দুর্নীতির সুযোগ কমাতে মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের ‘বিবেচনামূলক ক্ষমতা’ কমিয়ে পুরো ভূমি ব্যবস্থাপনাকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির (এসওপি) আওতায় আনা হচ্ছে। এতে ভূমি সেবাদানকারী কর্মকর্তাদের দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে যাবে।
এসএইচআর/এইচকে