রাবাব ফাতিমাকে অভিনন্দন জানাল মহিলা পরিষদ
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
যৌথ বিবৃতিতে তারা বলেন, আমরা মনে করি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের এবং বিশ্বব্যাপী লিঙ্গ বৈষম্য নিরসনে ও নারীর ক্ষমতায়নে জাতিসংঘের চলমান উদ্যোগ আরও বেগবান হবে।
তাছাড়াও করোনা অতিমারির জন্য যেসব নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেগুলো মোকাবিলায় নারী সমাজ সক্ষম হবে। রাবাব ফাতিমার এই দায়িত্বপ্রাপ্তি বাংলাদেশের নারীর ক্ষমতায়নের আন্দোলনকে অগ্রসর করবে। বাংলাদেশ মহিলা পরিষদ তার অব্যাহত সাফল্য কামনা করছে।
জেইউ/আরএইচ