কাওয়ালি অনুষ্ঠানে হামলার প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিপেটা
টিএসসির কাওয়ালি জলসায় হামলার প্রতিবাদে পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন আয়োজিত ‘ধিক্কার সমাবেশে’ লাঠিপেটা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল চারটায় রাজধানীর শাহবাগ চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় সমাবেশটি পণ্ড হয়ে যায়।
প্রতিবাদ সমাবেশ উপলক্ষে বিকেল চারটায় শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করে ‘পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন’ নামে সংগঠনটির কর্মীরা। তবে চলমান করোনা বিধিনিষেধে সভা সমাবেশ নিষিদ্ধের কারণ দেখিয়ে তাদের সমাবেশ করতে নিষেধ করে পুলিশ। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ চালিয়ে নিতে থাকেন তারা। একপর্যায়ে হামলার প্রতিবাদে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয়।
পিপলস এক্টিভিস্ট কোয়ালিশনের সংগঠক রাতুল মোহাম্মদ বলেন, ‘গতকাল টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমরা ধিক্কার সমাবেশের আয়োজন করি। ব্যানার খুলে দাঁড়াতেই পুলিশ আমাদের বাধা দেয়, লাঠিপেটা করে। পুলিশের হামলায় পিপলস এক্টিভিস্ট কোয়ালিশনের অন্যতম সংগঠক শিমুল চৌধুরী ও সজীব তুষার আহত হয়েছেন।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘সরকারি বিধিনিষেধ অনুযায়ী এখন কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ। তারা সমাবেশ করতে চাইলে আমরা তাদের নিষেধ করি। তারা শাহবাগ ছেড়ে চলে যায়। কোনো ধরনের লাঠিপেটা করা হয়নি।’
গতকাল (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসিতে আয়োজিত কাওয়ালি জলসায় হামলা চালায় এক দল তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আয়োজকরা। সাদ্দাম হোসেন এ অভিযোগ অস্বীকার করেন।
এইচআর/এসএম/জেএস