স্বাস্থ্যবিধি নিশ্চিতে তদারকি জোরদার হচ্ছে সড়কে
আগামী ১৫ জানুয়ারি (শনিবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সড়কে গণপরিবহন চলাচল করবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করা হবে। বাস টার্মিনাল ও বাসচালক ও তার সহকর্মী এবং যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করা হবে।
বুধবার (১২ জানুয়ারি) বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। দুপুর ২টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে পরিবহন মালিক, শ্রমিক, বাংলাদেশ পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান বলেন, আগামী শনিবার থেকে বাসের চালক ও হেলপারকে শতভাগ মাস্ক পরিধান করতে হবে। সব বাস টার্মিনালে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। এ বিষয়গুলো তদারকির জন্য সংশ্লিষ্টদের নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০২০ সালের মার্চ মাস থেকে আমরা করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা করেছি, এ পরিস্থিতি যেহেতু এখনও রয়েছে সেহেতু আমাদের তদারকি আরও বাড়াতে হবে এবং আরও বিভিন্ন বিষয় চিহ্নিত করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
পিএসডি/এসকেডি