দেশে আরও একজনের ওমিক্রন, মোট শনাক্ত ২১
করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে দেশে নতুন করে আরও একজন শনাক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশে বর্তমানে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
শনিবার (৮ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জিআইএসএআইডি জানিয়েছে, নতুন শনাক্ত ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন। তিনি একজন পুরুষ এবং তার বয়স ২২ বছর। তার নমুনা গত ২৮ ডিসেম্বর সংগ্রহ করা হয়।
বৈশ্বিক এই ডাটাবেজ থেকে আরও জানা যায়, শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে নারী আছেন ১৪ জন এবং পুরুষ ৭ জন।
এর আগে গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশে ১০ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের খবর পাওয়া যায়। ৩১ ডিসেম্বর তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায় জিআইএসএআইডি। এরও আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।
দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ছিলেন। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।
টিআই/জেডএস