পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা টোলপ্লাজার সামনে ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মো. শাকিল (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় কাজী জাহিদ (১৯) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৭ জানুয়ারি) ভোর সোয়া ৫টায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. শাকিলকে মৃত ঘোষণা করেন।
শাকিলের বন্ধু জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, শাকিল ও জাহিদ মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিল। ফেরার পথে পোস্তগোলা টোলপ্লাজার সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর ছিটকে পড়েন দুজন। পরে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জাহিদের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ভোরে ট্রাকের ধাক্কায় দুই কিশোর গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত কাজী জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন।
এসএএ/এসকেডি