শিল্পকলায় ২০০ পদের পিঠার সমাহার
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ১০ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। বুধবার (৫ জানুয়ারি) শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে বেলুন এবং পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আগামী ১৪ জানুয়ারি প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ পিঠা উৎসব। এছাড়াও প্রতিদিন থাকছে সাংস্কৃতিক পরিবেশনা।
উৎসবে ৫০টি স্টলে প্রায় ২০০ ধরনের পিঠার সমাহার রয়েছে। রসভরি, ছানার লবঙ্গ, মালাই চপ, আলুর পিঠা, দুধ পুলি, তিল পাকন, মিষ্টি পোয়া, স্বর ভাজার মতো লোভনীয় সব পিঠা খেতে ভিড় জমাচ্ছেন সব বয়সের খাদ্যরসিকরা।
এইচকে