ফুটপাতের কাজের মান নিয়ে চসিক মেয়রের ক্ষোভ
চট্টগ্রাম পোর্ট কানেক্টিং রোডে ফুটপাতের কাজের গুণগত মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর পোর্ট কানেক্টিং রোডের উন্নয়নকাজ আকস্মিক পরিদর্শনে যান মেয়র। এ সময় নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মেয়র বলেন, নগরীর পোর্ট কানেক্টিং রোডের উন্নয়নকাজে নানা অবহেলার কারণে বন্দরের মালামাল পরিবহনসহ যাত্রীবাহী যানবাহন ও এলাকাবাসীকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো অবহেলা বা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলে এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তসহ আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে।
এলাকাবাসীর উদ্দেশে মেয়র বলেন, নগরবাসীর করের টাকা দিয়ে চসিক নগরীর রাস্তাঘাট উন্নয়ন ও সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলোকায়নের কাজ করে। তাই নগরবাসী হিসেবে নিজেদের এলাকার কাজ মানসম্পন্ন হচ্ছে কি না তা দেখভাল করার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। নির্মাণকাজে ত্রুটির বিষয়ে অভিযোগ জানাতে স্থানীয়দের কাছে একান্ত সচিবের নম্বর দেন মেয়র।
চসিক সূত্রে জানা গেছে, আকস্মিক পরিদর্শনে গিয়ে মেয়র দায়িত্বপ্রাপ্ত চসিকের উপ-সহকারী প্রকৌশলী মিনহাজ উদ্দিন ও সুপারভাইজার মো. আরিফকে না পেয়ে কারণ দর্শানের নোটিশ দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী তাদের শোকজ নোটিশ দিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
কেএম/এসকেডি