রাহাত টাওয়ারে আগুন : যমুনা টিভির ক্ষয়ক্ষতি
রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে লাগা আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনটির যে তলায় আগুন লেগেছিল সেখানে বেসরকারি টিভি চ্যানেলের যমুনা টিভির একটি সাব অফিস ছিল। আগুনে মূলত তাদেরই ব্যাপক ক্ষতি হয়েছে।
যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম বলেন, সকাল ১০টা ৫০ মিনিটে আমরা প্রথমে সিলিংয়ে ধোঁয়া দেখতে পাই। ধোঁয়া দেখার পর ভবনে থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আমরা ১১টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসে ফোন দেই।
তিনি আরও বলেন, আমরা তখন ভেতরে ১৫ জন কাজ করছিলাম। আমাদের ক্যামেরাসহ বহু জিনিস ছিল। আমরা প্রথমে সেগুলো নিয়ে নামার চেষ্টা করেছিলাম। কিন্তু ধোঁয়া বেশি থাকায় আমাদের দম বন্ধ হয়ে আসছিল। পরে আমরা ক্যামেরাসহ সকল মূলবান জিনিস ফেলে রেখে চলে এসেছি।
আগুনটি মূলত আমাদের অফিস যে ফ্লোরে অর্থাৎ ১১ নাম্বার ফ্লোর থেকে সূত্রপাত ঘটে। আমাদের সকল মালামাল পুড়ে গেছে। ভবনের ৮ তলায় বিজয় টিভির অফিস ছিল। আমরা নামার সময় বিজয় টিভির লোকজন সহ বাকি যেসব অফিসে লোকজন ছিল তাদের সঙ্গে নিয়ে নিচে নামি। আগুনের শুরু সারা ভবন ধোয়ায় অন্ধকার হয়ে যায়। তবে কাউকে হতাহত হতে দেখেনি।
এদিকে দুপুর সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেইনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান।
এমএসি/এনএফ