নোয়াখলা ইউপি ভোটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নোয়াখলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির আইন শাখার উপ-সচিব আফরোজা শিউলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করেছে ইসি।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬-তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন।
এ লক্ষ্যে আটিয়া ইউপিতে ভোট সুষ্ঠু করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
ইসি জানায়, এই ইউপিতে জুডিশিয়াল সার্ভিসের একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের পূর্বের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুহিব্বুল্লাহকে নিয়োগ দিয়েছে ইসি।
উল্লেখ্য, সময় মতো মনোনয়নপত্র জমা দিতে না পারায় নোয়াখলা ইউপিতে পঞ্চম ধাপের ভোটগ্রহণ স্থগিত রাখতে চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহীম খলিল সোহাগ উচ্চ আদালতে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করা হয়। পরে উচ্চ আদালতের ওই আদেশের বিরুদ্ধে অন্য প্রার্থীরা সুপ্রিম কোর্টে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ১০ জানুয়ারি এই ইউপিতে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।
এসআর/এমএইচএস