ভাটারায় স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর ভাটারায় রান্না নিয়ে ঝগড়া করে বিউটি বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (৫ জানুয়ারি) রাতে থানার ছোলমাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
বিউটির স্বামী রুপচাঁন ঢাকা পোস্টকে বলেন, রাতে আমার সঙ্গে রান্না করা নিয়ে ঝগড়া হয়। পরে আমি বাইরে খাবার কিনতে যাই।এসে দেখি রুমের দরজা বন্ধ, খুলছে না। পরে দরজা ভেঙে দেখি বিউটি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।
তিনি আরও বলেন, পরে রাত ১২টার দিকে বিউটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুপচাঁন বলেন, ৪ বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আমাদের ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আমি পেশায় একজন রিকশাচালক। আমরা ভাটারা থানার ছোলমাইদ এলাকার ১৪৪০ নম্বর প্লটের একটি টিন শেড বাসায় ভাড়া থাকি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বামী জানায়, রাতে রান্না করতে গিয়ে খাবার পুড়ে যায়। এ নিয়ে তাদের রাগারাগি হয়। পরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ।
বিষয়টি আমরা ভাটারা থানাকে জানিয়েছি। তারা তদন্ত করে দেখবে।
এসএএ/এমএইচএস