প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি নিয়েছে
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্ষম ব্যক্তিদের আয় বৃদ্ধিতে সহায়তা দিতে সরকার পেশাভিত্তিক প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও ঋন প্রদান কর্মসূচি বাস্তবায়ন করেছে।
প্রতিমন্ত্রী গতকাল (বুধবার) জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেলে, কামার, কুমার, হিজড়া, বেদে, প্রতিবন্ধীসহ সমাজের অসচ্ছল এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়ে বিভিন্ন ভাতা, অনুদান, খাদ্য সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদ হিসেবে তৈরি করছে। ফলে বাংলাদেশ বিভিন্ন সামাজিক সূচকে ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী কাঁশা শিল্পে নিয়োজিত ব্যক্তিদের আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করে তুলতে এবং উৎপাদন খরচ কমিয়ে এ শিল্পের পণ্য সামগ্রীকে সাধারণ ক্রেতাদের কাছে সুলভমূল্যে বিক্রির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানান।
তারআগে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য প্রশাসন আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের বুস্টার ডোজের উদ্বোধন করেন। বাসস।
এনএফ