পুলিশ সপ্তাহ শুরু ২৩ জানুয়ারি
আগামী ২৩ জানুয়ারি শুরু হচ্ছে চলতি বছরের পুলিশ সপ্তাহ। পাঁচ দিনব্যাপী হওয়া এই পুলিশ সপ্তাহ শেষ হবে ২৭ জানুয়ারি।
পুলিশ সদর দফতর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রতি বছর জানুয়ারিতে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের কারণে গত বছর তা হয়নি।
সদর দফতর সূত্র জানায়, ১৬ জানুয়ারি পুলিশ সপ্তাহ শুরু হওয়ার কথা ছিল। তবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের কারণে পুলিশ সপ্তাহ কিছুটা পিছিয়েছে।
এদিকে পুলিশ সপ্তাহ উদযাপনে পুলিশ সদর দফতর ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে।
সূত্র জানায়, এবারের পুলিশ সপ্তাহে ২০২০ এবং ২০২১ সালের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ এবং সেবার স্বীকৃতি হিসেবে যথারীতি চার ধরনের পদক দেওয়া হবে। তার মধ্যে ‘করোনাযুদ্ধে’ প্রাণ হারানো পুলিশের ১০৬ সদস্যকে দেওয়া হবে মরণোত্তর সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সাহসিকতা)।
এআর/এমএইচএস