চট্টগ্রামের ২৪ ইউনিয়নে ভোট চলছে, ভোটারদের লম্বা লাইন
পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার ২৪টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীতের তীব্রতা থাকলেও সকাল ৮টা থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, তিন উপজেলার ২৪টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট চলছে। কোথাও বড় ধরনের কোনো ঝামলোর সংবাদ পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৪ থেকে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া কেন্দ্রের বাইরে র্যাব, পুলিশ ও বিজিবির টহল টিম কাজ করছে। ২৪টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ার পথে। এদিকে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন উপজেলায় দায়িত্ব পালন করছেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। আনোয়ারা বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার তাহমিনা বেগম বলেন, সকাল সকাল ভোট দিতে এসেছি। লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরেছি। তাতে অনেক ভালো লেগেছে।
বরুমচড়া উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার মিজানুর ইসলাম বলেন, ভোট দিতে কোনো সমস্যা হয়নি। নিজের ভোট নিজেই দিতে পেরেছি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারার ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৯১ ও সাধারণ ওয়ার্ডে ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯২টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। ৬৫টি কেন্দ্রে ১ লাখ ১৫ হাজার ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এছাড়া চন্দনাইশ উপজেলার ৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে ২৫ জন চেয়ারম্যান, ৫৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২২৮ জন সাধারণ সদস্য প্রার্থীসহ ৩০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৩টি ভোট কেন্দ্রে ৯৭ হাজার ৮১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কেএম/এইচকে