সামনে বসা নিয়ে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ, আহত ১৩
প্রতিষ্ঠিাবার্ষিকীর অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢাবির আহত ছাত্রলীগ কর্মীরা হলেন : জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২), জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)।
ঢাকা কলেজের আহত ছাত্রলীগ কর্মীরা হলেন; হিরু (২৫), রুমন (২৬), সালমান (২৪), সালমান-২ (২৩),আল-আমিন (২০), আবু নোমান (২৭)।
এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা কলেজ সাউথ হলের কর্মী নীরব মাতুব্বর ঢাকা পোস্টকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে আমরা সবার আগে অপরাজেয় বাংলার সামনে অবস্থান করি। এ সময় ঢাবির জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মীরা এসে আমাদের সামনে অবস্থান করতে চান। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মীরা পেছন থেকে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও বাঁশ নিয়ে হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হন। বেশিরভাগ কর্মী মাথায় আঘাত পেয়েছেন। কয়েকজনের দাঁত ভেঙে গেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তবে এ বিষয়ে ঢাবির জসীমউদ্দিন হল ছাত্রলীগের কোনো নেতা বক্তব্য দিতে রাজি হননি।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন। আহতদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এসএএ/এসকেডি