রেল সচিব হিসেবে হুমায়ুন কবীরের যোগদান
রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করলেন ড. মো. হুমায়ুন কবীর। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে রেলভবনে এসে যোগদান করেন তিনি। তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।
ড. মো. হুমায়ুন কবীর ১৯৬৫ সালের ২০ ফেব্রুয়ারি খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। খুলনা সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বাংলাদেশের প্রথম সিভিল সার্ভেন্ট হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন মন্ত্রণালয়/দফতরে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
পিএসডি/আইএসএইচ