ঢামেক হাসপাতালে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ
করোনা সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনার বুস্টার ডোজ টিকা প্রয়োগ চলছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের টিকা কেন্দ্রের ইনচার্জ মো. জাকির খান। তিনি ঢাকা পোস্টকে বলেন, শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। যাদের মোবাইলে এসএমএস গেছে তাদেরই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। মেসেজ ছাড়া আমরা বুস্টার ডোজ দিচ্ছি না।
লালবাগ থেকে বুস্টার ডোজ নিতে আসা ৬৩ বছরের মো. এজহারুল ইসলাম কায়সার ঢাকা পোস্টকে বলেন, আমি বুস্টার ডোজের এসএমএস পেয়েছি। ঢামেক হাসপাতালে এসেছি এবং ফাইজার বুস্টার ডোজ নিয়েছি।
বুস্টার ডোজ নিতে আসা লালবাগের ৭৬ বছর বয়সী সানজিদা মতিন ঢাকা পোস্টকে বলেন, আমার ২য় ডোজ সম্পন্ন হয়েছে অনেক আগে। আজ বুস্টার ডোজ সম্পন্ন করেছি।
রাজধানীসহ সারাদেশের কিছু হাসপাতালে স্বল্প পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এসএএ/এইচকে