জাপানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর আয়োজন
জাপানের টোকিও’র কাহাল গ্যালারিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বঙ্গবন্ধু আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
টোকিও’র বাংলাদেশ দূতাবাস জানায়, প্রদর্শনীতে বাংলাদেশ ও জাপানের ৭১ জন শিল্পীর ৭১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। এতে বাংলাদেশ ও জাপানের সংস্কৃতি বিষয়ক বিভিন্ন ধরনের শিল্পকর্মও প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার স্থপতি। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। এ ধরনের আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয়। আমি এই চমৎকার প্রয়াসের জন্য সর্বাত্মক সাফল্য কামনা করছি।
রাষ্ট্রদূত এ ধরনের প্রদর্শনীর আয়োজন করার জন্য আয়োজকদের পাশাপাশি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
এতে উপস্থিত ছিলেন তাকাশিমাদাইরা ফরেনার্স সাপোর্ট সেন্টারের অধ্যাপক মিজুকামি তেতসুওটি ওকিও এবং কাহল গ্যালারির শিল্পী ও চেয়ারম্যান কামরুল হাসান লিপু।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও জাপানি নাগরিকরা উপস্থিত ছিলেন।
এনআই/জেডএস