চট্টগ্রাম থেকে মোটরসাইকেল চুরি করে মহেশখালী চলে যেত তারা
কক্সবাজারের মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ চক্রটি চট্টগ্রাম থেকে মোটরসাইকেল চুরি করে কক্সবাজারের মহেশখালী চলে যেত বলে জানায় পুলিশ।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে গ্রেফতারদের চট্টগ্রামের কোতোয়ালী থানায় আনা হয়। এ ব্যাপারে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।
গ্রেফতার দুই জন হলেন- মহেশখালীর পানিরছড়া এলাকার মৃত নুর আহম্মদের ছেলে মো. খায়রুল আমিন (৩১) ও একই এলাকার বাদশা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৮)। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, আসামি সাদ্দাম আগে বিদেশে ছিলেন। কয়েকমাস আগে বিদেশ থেকে দেশে এসে মোটরসাইকেল চুরির কাজে জড়িয়ে পড়েন। তারা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। আসামিরা চোরচক্রের আরও কয়েকজনের নাম ঠিকানা বলেছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। মোটরসাইকেল চুরির বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর চট্টগ্রামের কোতোয়ালী থানার রেশ চন্দ্র মুন্সেফ লেইন এলাকা থেকে মো. মসিউর রহমান রোকন নামে একজনের একটি মোটরসাইকেল চুরি হয়। মসিউর এ ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ চুরির বিষয়টির তদন্ত শুরু করে। এরপর প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে পুলিশ। পরে ১৯ ডিসেম্বর রাতে মহেশখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কেএম/আইএসএইচ