দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
আজ রোববার (১৯ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) জহুরুল হক, মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালকরা।
দুদক চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুকে ছাড়া মুক্তিযুদ্ধকে ভাবা যায় না। ১৯৭৫ পরবর্তী ২১ বছর বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ পায়নি। তাই আমাদের নিজেদের চেষ্টায় আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের মধ্যে দেশের প্রতি মমত্ববোধ তৈরি করতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে দেশের সাধারণ মানুষের অবদানের কথাও তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধপরবর্তী মাত্র সাড়ে তিন বছরে দেশ বিনির্মাণে বঙ্গবন্ধু আপ্রাণ চেষ্টা করে গেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে ও দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
আলোচনাসভায় স্বাধীনতাযুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ, ষড়যন্ত্র ও সহযোগিতার বিষয়ে আলোচনা করেন মহাপরিচালক মো. জাকির হোসেন এবং স্বাধীনতাযুদ্ধের চেতনা ও বর্তমান বাংলাদেশ সম্পর্কে দুদকের লিগ্যাল ও প্রসিকিউশন অনুবিভাগের মহাপরিচালক মীর রুহুল আমিন আলোকপাত করেন।
আরএম/এইচকে