মনোরঞ্জনের জন্য ন্যায়বিচার চেয়ে শাহবাগে সমাবেশ
সাবেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মনোরঞ্জন হাজংয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে সমাবেশ করছে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’।
আজ রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, মহুয়া হাজং সার্জেন্ট হয়ে দেশের সেবা করছে এবং তার পিতা মনোরঞ্জন হাজং বিজিবিতে থেকে দেশসেবা করেছেন। আজ তারাই যখন এইরকম একটা ঘটনার শিকার হলো, তখন তাদের মামলাটি নিচ্ছিল না। এই রকম সীমাহীন অবিচার বাংলাদেশে দেখতে হবে? বিভিন্ন জাতি, ধর্মের মানুষদের নিয়ে রাষ্ট্র গঠনের স্বপ্ন ছিল মুক্তিযোদ্ধাদের। সেটি যে ব্যর্থ হয়েছে তার প্রমাণ এই মনোরঞ্জন হাজং।
বিচার বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। বিচার করে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে মানুষ মনে করে অপরাধী যেই হোক মানুষ বিচার পাবে।
মানবাধিকার কর্মী দীপায়ন খিসা বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মামলা নেওয়া হচ্ছিলে না। কারণ, ক্ষমতার কাঠামোতে সমস্যা। যার বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার সর্বোচ্চ স্তরে আছেন এবং যারা অভিযোগ করছেন তারা প্রান্তিক জাতি গোষ্ঠীর সদস্য। ক্ষমতার এই আকাশ-পাতাল পার্থক্যের কারণে তার (মনোরঞ্জন হাজং) মেয়ে পুলিশ সার্জেন্ট এবং তিনি নিজেই বিজিবির সাবেক সদস্য হওয়ার পরও মামলা নিচ্ছিল না। অনেক গড়িমসি হওয়ার পরে মামলা হয়েছে।
এ সময় লেখক ও প্রকাশক রবিন হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ আন্দোলনের নেতা আকরামুল হক, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল প্রমুখ।
এইচআর/এইচকে