ব্যানার ঠিক করতে গিয়ে ওয়ার্ড সচিব দগ্ধ
চট্টগ্রামের ইপিজেড থানার সিটি করপোরেশনে মার্কেটের ৩য় তলায় বাতাসে উল্টে যাওয়া ব্যানার ঠিক করতে গিয়ে রিফাত উদ্দিন (৩৮) নামে একজন দগ্ধ হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ রিফাত উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯নং হালিশহর ওয়ার্ডের সচিব। তিনি সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার মুসলে উদ্দিনের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘ইপিজেড থানা এলাকার সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলায় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে ওয়ার্ড সচিব রিফাত উদ্দিন দগ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।’ তার শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা জানাতে পারেননি তিনি এ পুলিশ কর্মকর্তা।
রিফাতকে হাসপাতালে নিয়ে আসা মো. শাকিল ঢাকা পোস্টকে বলেন, বুধবার সকালের দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের হালিশহর ওয়ার্ডে একটি ব্যানার লাগানো হয়েছিল। রিফাত বিকেলের দিকে অফিসের নিচে নেমে দেখতে পান ব্যানারটি উল্টে গেছে। তখন তিনি উপরে উঠে বারান্দা দিয়ে একটি পাইপ নিয়ে ব্যানারটি ঠিক করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হন তিনি। তাকে ঢাকায় নেওয়া হয়েছে, এখনও শঙ্কামুক্ত নন তিনি।
কেএম/এসএসএইচ