বঙ্গোপসাগর থেকে ৪৩ ডাকাত আটক
বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ ৪৩ ডাকাতকে আটক করা হয়েছে। কক্সবাজার লাইট হাউস থেকে আনুমানিক ৩৭ নটিক্যাল মাইল দূর থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ্ আলম।
তিনি জানান, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে এএইচজেড শিপিংয়ের একজন এজেন্ট কোস্ট গার্ড পূর্ব জোনকে জানায়, কক্সবাজার লাইট হাউজ থেকে আনুমানিক ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এমভি লাডিনডা নামক একটি স্ক্র্যাপ জাহাজে একদল ডাকাত ডাকাতি করছে। পরে বিষয়টি তদন্তের জন্য সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ২টি বোটে করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে ৪৩ জন ডাকাতকে আটক করে। এই সময় দুুটি বোট জব্দ করা হয়েছে।
এসময় বোট থেকে বার্সিং হাউজার, স্লটি ওয়ার রোপ ও অন্যান্য মালমাল উদ্ধার করা হয়। আটক ডাকাতরা সবাই চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার বাসিন্দা। জব্দ করা মালামাল এবং আটক ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হচ্ছে।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার এম হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার জন্য লাভিনডা নামের একটি বিদেশি জাহাজ টেনে নিয়ে আনা হচ্ছিল। জাহাজ টেনে নেওয়ার সময় ধীরে ধীরে যেতে হয়। এই সুযোগে নৌকা নিয়ে জলদস্যুরা জাহাজে উঠে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। মূলত বোটগুলোতে জেলে সেজে থাকে তারা।
কেএম/জেডএস