৩ হাজার পিস ইয়াবা, ২৫ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর খিলগাঁওয়ের রেলগেট এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি মতিঝিলের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- শারমিন আক্তার, কুলছুম ও নাছিমা। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, আমাদের কাছে তথ্য আসে যে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য খিলগাঁওয়ের রেলগেট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে শারমিন, কুলছুম ও নাছিমাকে গ্রেফতার করা হয়।
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, তারা কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে থাকেন।
খিলগাঁও থানার দায়ের করা মামলায় গ্রেফতারদের আজ বুধবার(১৫ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে মগবাজার রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- মো. রতন ও বাইজিদ হাওলাদার।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত থেকে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম আবেদীন মিয়া। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ। মঙ্গলবার সন্ধ্যায় আবেদীনকে গ্রেফতার করা হয়।
ডিবি তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা জানান, গ্রেফতার আবেদীন মিয়ার বিরুদ্ধে শেরে বাংলানগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এনএফ