সারের কৃত্রিম ঘাটতি সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা : কৃষিমন্ত্রী
সারের কৃত্রিম ঘাটতি সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত আছে। কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে দাম বাড়ালে ডিলারদের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারের দাম ইস্যুতে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
আব্দুর রাজ্জাক আরও বলেন, বেশি দামে সার বিক্রি করলে ডিলার ও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এজন্য আগামী ১৫ দিন মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী।
এসএইচআর/জেডএস