মোহাম্মদপুরে ৫ ফার্মেসিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় পাঁচটি ওষুধ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে মো. বিল্লাল হোসেনের (৪০) ইসলাম ফার্মেসিকে ২ লাখ ৫০ হাজার টাকা, মো. রাসেল তালুকদারের (৩৫) অনুরাগ ফার্মেসিকে এক লাখ টাকা, মো. শামীম মোল্লার (৩৭) এসএইচ ফার্মেসিকে ৫০ হাজার টাকা, মো. সানোয়ার হোসেন সাগরের (৩৮) বাংলাদেশ ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও মো. নাজমুল ইসলামের (২৩) নাজ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে র্যাব-৪ সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাজহারুল ইসলাম বলেন, সোমবার দুপুর ১টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত র্যাব-৪ এর একটি দল মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ঔষধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় অভিযান চালানো হয়। পাঁচটি ফার্মেসিতে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই পাঁচটি ফার্মেসিকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এমএসি/ওএফ