বাংলামোটরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৩ জন শেখ হাসিনা বার্নে
রাজধানীর বাংলামোটর এলাকার আর কে টাওয়ারের আগুন লাগার ঘটনায় তিন জন দগ্ধ হয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেওয়া হয়। দগ্ধরা হলেন— মামুন (৩১), মানিক (২০) ও তাফসির (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন হোসেন ঢাকা পোস্টকে জানান, আমাদের এখানে বাংলামোটরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিন জন এসেছেন। তাদের মধ্যে মামুনের শরীরের ৩৪ শতাংশ ইলেকট্রনিক ফ্লাশ বার্ন, মানিক শরীরের ২ শতাংশ এবং তাফসির ৭ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। মানিক ও তাফসিরকে ছেড়ে দেওয়া হবে।
রাবেয়া এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস অফিসার সাঈদ ঢাকা পোস্টকে জানান, বাংলামোটর আরএকে টাওয়ারের সাত তলায় আমাদের অফিস। হঠাৎ ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এতে আমাদের তিন জন কর্মচারী আহত হয়। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এখানে তাদের চিকিৎসা চলছে।
এদিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টায় আগুন বাংলামোটর এলাকার আর কে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি-ঢাকা) দিনমনি শর্মা।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এসএএ/এসএসএইচ