দুর্নীতিবিরোধী দিবসে ঢাকা কলেজে র্যালি
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ উদযাপনে ‘দুর্নীতিবিরোধী র্যালি’ করেছে ঢাকা কলেজ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কলেজের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিরপুর রোডের সায়েন্সল্যাবরেটরী, নীলক্ষেত মোড় ঘুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সবচেয়ে বড় অন্তরায় দুর্নীতি। দুর্নীতি ও দুর্নীতিবাজদের না বলতে হবে। একইসঙ্গে বর্তমান শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কাণ্ডারি। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের সহযোগীর ভূমিকা পালন করতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে শপথ নিতে হবে, আমরা দুর্নীতি করব না, প্রশ্রয়ও দেবো না। একইসঙ্গে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, শিক্ষক পরিষদ কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ ও জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির ঢাকা কলেজের শিক্ষকরা।
আরএইচটি/এমএইচএস