নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় শিশু নুসরাত
নিরাপদ সড়কের দাবিতে রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের আন্দোলনে দাঁড়িয়েছে ১০ বছরে শিশু নুসরাত। সে রামপুরার একটি মসজিদে আরবি পড়ে। হাতের প্ল্যাকার্ডে কি লেখা আছে তা পড়তে না পারলেও নিরাপদ সড়কের দাবিতে সে মানববন্ধনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে।
মানববন্ধনে দাঁড়িয়ে নুসরাত বলে, ‘মিছিলে আইছি, তাই কাগজ হাতে নিয়ে দাঁড়াইছি নিরাপদ সড়কের জন্য।’
রোববার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন করছিল। মানববন্ধনে নুসরাত নিরাপদ সড়কের দাবি সম্বলিত একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায়।
শিশু নুসরাত জানায়, সে পরিবারের সঙ্গে রামপুরা উলন রোড এলাকায় থাকে। তার বাবার নাম দুলাল মিয়া। স্থানীয় একটি মসজিদে আরবি পড়ে সে।
এমএসি/এসএসএইচ