শিক্ষার্থীদের অবরোধে মিরপুর রোডে বন্ধ যান চলাচল
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের উভয়পাশ আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ কারণে মিরপুর রোডে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকা কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবি ছিল তাদের। কিন্তু নানা কারণে সেগুলো বাস্তবায়িত হয়নি। তারা চান অবিলম্বে যেন সড়কে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
আরও পড়ুন : ‘শর্তসাপেক্ষে’ শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর
এ সময় বিভিন্ন গাড়ির লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করতেও দেখা যায় শিক্ষার্থীদের।
সড়কে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তেজগাঁও জোনের এডিসি রুবাইয়াত জামান। ঢাকা পোস্টকে তিনি বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার পর আমরা সহনশীল ভূমিকায় রয়েছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইতোমধ্যে হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি যেন সড়কে অবরোধ না করেন।
আরও পড়ুন : ঢাকার বাইরে শিক্ষার্থীদের দিতে হবে ফুল ভাড়া
সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস। এ ঘটনার জেরে আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
এর আগে গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে আসেন। পাশাপাশি তারা গণপরিবহনে হয়রানি বন্ধ ও হাফ পাস কার্যকর করার দাবি জানান।
আরএইচটি/এসএসএইচ