ভূমি অপরাধ দমন আইন হচ্ছে
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ব্যক্তিগত জমি দখলমুক্ত রাখার প্রত্যেক নাগরিকের নিজ নিজ দায়িত্ব। তবে সময়োপযোগীতা ও জনগণের চাহিদা বিবেচনায় ভূমি মন্ত্রণালয় ‘ভূমি ব্যবহার আইন’ এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইন’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ওই আইনে জনগণের ভূমি রক্ষার বিষয়গুলো সমন্বয়ের চেষ্টা করা হবে।
রোববার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে সরকারি দলের হাবিবর রহমানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য জানান। হাবিবর রহমান তার প্রশ্নে প্রবাসীদের জমি-জমা ও বাড়ি ঘর নিরাপদ এবং দখলমুক্ত রাখতে ভূমি মন্ত্রণালয় থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে কী না জানতে চান।
একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন জানান, সামাজিক বনায়নের আওতায় সারা দেশে এক লাখ ৫১১ দশমিক ৭৮ হেক্টর উডলট ও ব্লক বাগান এবং ৭৪ হাজার ৭৬৫ দশমিক ৩৭ কিমি স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে।
ওই বনায়ন থেকে গত ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত দুই লাখ ৫ হাজার ৬৩ জন উপকারভোগীকে ৩৯৯ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার ৬৯৫ কোটি লভ্যাংশ হিসেবে প্রদান করা হয়েছে। ওই কর্মসূচিতে সাত লাখ ১১ জন ৫৫৮ জন উপকারভোগী সম্পৃক্ত হয়েছেন।
এইউএ/ওএফ