শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর দাবিতে বিআরটিএতে সভা
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর দাবির পরিপ্রেক্ষিতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে বনানীর সড়ক পরিবহন ভবনের সভাকক্ষে এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।
সভার শুরুতে নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া নেওয়ার দাবি জানিয়েছে। তাদের ক্রমাগত দাবির পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি ইতিবাচকভাবে ভাবছি। তাই এ বিষয়ে সবার কাছ থেকে মতামত আশা করছি।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সভাপতিত্বে সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, আইজিপি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
পিএসডি/আইএসএইচ