তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ক্যাম্পেইন
আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের উদ্যোগে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) রায়েরবাজার ও শংকর বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী এলাকায় জনসচেতনতামূলক এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, সারাদেশে ব্যাপকহারে যত্রতত্র তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তরুণদের তামাক ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় বৃহৎ দুটি তামাক কোম্পানি পক্ষ থেকে নিয়োজিত কর্মীদের নানা উপায়ে তামাকের বিজ্ঞাপন প্রদর্শন এবং ক্যাম্পেইন পরিচালনার করতে দেখা যাচ্ছে। কিন্তু তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধের বিধান রেখে সরকার ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন প্রণয়ন করেছে। সরকারের নেওয়া পদক্ষেপ ও তামাক নিয়ন্ত্রণ আইন অবমাননা করে তামাক কোম্পানিগুলো আগ্রাসীভাবে তাদের বিজ্ঞাপন প্রচার অব্যাহত রেখেছে।
তারা আরও বলেন, তামাকপণ্য বিক্রয়স্থলে বিজ্ঞাপন দেওয়া এবং আকর্ষণীয় পুরষ্কার ও নানা ধরনের অফার দেওয়ার মাধ্যমে তরুণদের তামাক সেবনে উদ্বুদ্ধ করা হচ্ছে। আজ তরুণদের মাধ্যমে পরিচালিত ক্যাম্পেইনে তামাক নিয়ন্ত্রণ আইন এবং আইন লঙ্ঘনের ফলে এর শাস্তির বিধান সম্পর্কে অবহিত করা হচ্ছে।
কার্যক্রম চলার সময় দোকানের মালিকগণ স্ব-ইচ্ছায় উদ্বুদ্ধ হয়ে তাদের দোকান থেকে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ করেন। এ সময়ে আশেপাশে অবস্থিত দোকানের ক্রেতা এবং পথচারীরা এই ক্যাম্পেইনটিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন।
ডাব্লিউবিবি ট্রাস্টের নেটওয়ার্ক কর্মকর্তা আজিম খানের নের্তৃত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করেন ট্রাস্টের নাজমুন নাহার, প্রমা সাহা, আরিফ হোসেন, ট্রিজা কৃষ্ণা গমেজ, সাগর আবু হুরায়রা, রাকিবা রিমা প্রমুখ।
এএসএস/আইএসএইচ