ডিএসসিসিতে টিকা পেলেন প্রায় ২৬ হাজার জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কোভিড ১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৬ হাজার ১৬৬ জন। মঙ্গলবার ( ২৩ নভেম্বর) রাতে ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. ফজলে শামসুল কবির বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের ব্যাপারে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ অঞ্চলে মোট ২৬ হাজার ১৬৬ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ১২ হাজার ৭৮৫ জন এবং নারী ১৩ হাজার ৩৮১ জন।
দক্ষিণ সিটি করপোরেশনের মঙ্গলবারের টিকা দেওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসসিসির অঞ্চল-১ এ ৮৯০ জন পুরুষ ও ৪৪৯ জন মহিলা; অঞ্চল-২ এ দুই হাজার ১৮০ জন পুরুষ ও দুই হাজার ২৬০ জন মহিলা; অঞ্চল-৩ এ এক হাজার ৮৬০ জন পুরুষ ও এক হাজার ৮৯৬ জন মহিলা; অঞ্চল-৪ এ এক হাজার ৩৬৮ জন পুরুষ ও এক হাজার ১১৯ জন মহিলা; অঞ্চল-৫ এ দুই হাজার ৮২৩ জন পুরুষ ও তিন হাজার ২৫১ জন মহিলা; অঞ্চল-৬ এ ৬৮০ জন পুরুষ ও ৮২০ জন মহিলা; অঞ্চল-৭ এ ৫৮৫ জন পুরুষ ও ৮০৫ জন মহিলা; অঞ্চল-৮ এ ৯৩১ জন পুরুষ ও এক হাজার ১৯ জন মহিলা; অঞ্চল-৯ এ ৭৪৭ জন পুরুষ ও ৯৩৩ জন মহিলা এবং অঞ্চল-১০ এ ৭২১ জন পুরুষ ও ৮২৯ জন টিকা নেন।
ডিএসসিসি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে টিকা কর্মসূচি পরিচালিত হয়েছে। এখানে প্রতিটি কেন্দ্রের লক্ষ্যমাত্রা ছিল ৫০০ জন। আগামী ২৪ ও ২৫ নভেম্বরও এই টিকা দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।
এএসএস/আইএসএইচ