ভিক্ষুক-প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ করায় নারী আটক
চট্টগ্রামে ভিক্ষুক-প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষের টাকা আত্মসাতের অভিযোগে জান্নাতুল নাঈমা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরের হামজারবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, জান্নাতুল নাঈমা নিজেকে একটি এনজিওর প্রধান হিসেবে পরিচয় দিয়ে পাঁচলাইশ এলাকার ভিক্ষুক-প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের ছয় থেকে সাত হাজার মানুষের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন। টাকা নেওয়ার সময় তাদের অনুদানের প্রলোভন দেখান। কিন্তু কেউ এখনো অনুদান পাননি।
তিনি বলেন, সন্ধ্যায় ওই নারীকে অফিসে দেখে অবরুদ্ধ করেন ভুক্তভোগীরা। পরে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। প্রতারণার সঙ্গে আরও যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।
কেএম/আইএসএইচ