ঢামেকে একসঙ্গে ৪ শিশুর জন্ম, ওজন কম হওয়ায় শঙ্কামুক্ত নয়
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে চার শিশুর (২টি ছেলে, ২ মেয়ে) জন্ম দিয়েছেন সুমি আক্তার নামে এক মা। তবে তাদের ওজন কম হওয়ায় শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।
শিশুদের বাবা কবির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে চার সন্তানের পিতা হয়েছি। তবে নবজাতকদের ওজন অনেক কম। চিকিৎসক জানিয়েছেন তাদের এনআইসিইউ লাগবে। কিন্তু ফাঁকা না থাকায় তাদেরকে নিয়ে বারান্দায় আছি।
তিনি আরও জানান, রোববার দিবাগত রাত ১টায় আমরা ঢাকা মেডিকেলে আসি। সোমবার সকালে ভর্তি হই। বিকেল ৩টায় আমার স্ত্রীকে অস্ত্রোপচার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত মা ও চার নবজাতক ভাল আছে। তবে তাদের ওজন কম হওয়ায় শঙ্কামুক্ত নয়। আমরা তাদের খোঁজ খবর রাখছি। তারা এখন বারান্দায় আছে।
এনআইসিইউর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমরা চেষ্টা করছি এবং যারা ডিউটিতে আছেন তাদের এই নবজাতকদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএএ/জেডএস