রাজধানীর কিছু কিছু সড়কে তীব্র যানজট
দিন দিন রাজধানীতে যানজটের মাত্রা বেড়েই চলেছে। সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত যানজট চিত্র এখন প্রতিদিনের। ব্যতিক্রম হয়নি আজও, সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে রাজধানীর কিছু কিছু সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে অফিস টাইমে যানজটের পাশাপাশি সৃষ্টি হচ্ছে গণপরিবহন সংকট।
রোববার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে যানজট দেখা গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবস এবং অফিস টাইম হওয়ায় সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে এ যানজট সৃষ্টি হয়।
রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে উত্তরা যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন নাহীদ হাসান নামের একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, অফিস টাইমে প্রতিদিনই গণপরিবহনে উঠতে সমস্যা হয়। আগে থেকে পরিপূর্ণ হয়ে আসায় অফিস টাইমে বাসে ওঠাই যায় না। আজও একই অবস্থা। সেই সঙ্গে যুক্ত হয়েছে যানজট। যে কারণে যতদূর দেখা যাচ্ছে ততদূরই শুধু যানবাহনের সারি। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় যানজট বেশি সৃষ্টি হয়েছে। যদিও প্রতিদিনই যানজট হয়, তবে আজ সকাল থেকে মাত্রা আরেকটু বেশি।
সাভার থেকে গাবতলী, আগারগাঁও, মহাখালী হয়ে গুলশানের সিগনালে অপেক্ষা করছিল বৈশাখী পরিবহনের একটি বাস। কথা হয় বাসটির চালক মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, এখন পর্যন্ত যতদূর এসেছি পুরোটাতেই ছিল যানজট। হয় যানজট, নয়ত এক সিগনালে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে। অফিস টাইমে ঢাকার সড়কে প্রচুর গাড়ি থাকে তাই এ যানজট হয়। গাবতলী, জাহাঙ্গীর গেট, মহাখালীতেও খুব যানজট ছিল আসার সময়।
মালিবাগ রেলগেট থেকে রাইদা বাসে নতুন বাজার পর্যন্ত আসতে দীর্ঘসময় লেগে গেছে জানিয়ে আরেক বেসরকারি চাকরিজীবী আব্দুস সোবহান বলেন, মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেল, রামপুরা বাজার পর্যন্ত। আবার এদিকে এসে মেরুল বাড্ডা থেকে নতুন বাজার পর্যন্ত যানজট ছিল। প্রতিদিনই বলতে গেলে যানজট হয়। তবে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় যানজটের মাত্রা আরেকটু বেশি। একে বাসে ভাড়া বেশি, যাত্রীতে ঠাসা, সেই সঙ্গে পুরো রাস্তায় যানজট- সব ভোগান্তি এসে পড়েছে আমাদের মতো সাধারণ যাত্রীদের ওপর।
বনানীর দিক থেকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় যাত্রী নামিয়েছেন আনোয়ার হোসেন নামের একজন সিএনজি চালক। তিনি বলেন, মহাখালী-বনানী সড়কের দুই পাশেই তীব্র যানজট। বাকি পথেও যানবাহনের ধীরগতি দেখেছি। সকাল থেকে বলতে গেলে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট। তবে এ যানজট এখন প্রতিদিনই হয়। যাত্রী তুললে গন্তব্যে যেতে যানজটের কারণে দীর্ঘসময় কেটে যায়। যে কারণে আমাদের ট্রিপ আগের চেয়ে অনেক কমে গেছে।
এএসএস/এসএসএইচ