রাজধানীতে বাসচাপায় ৭১ টিভির ভিডিও এডিটর নিহত
রাজধানীর গুলশান থানাধীন বারিধারা-নদ্দা এলাকায় বেপরোয়া গতির বাসচাপায় গোপাল সূত্রধর (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) সিনথিয়া ঢাকা পোস্টকে জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি নদ্দা এলাকায় একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী নিহত হন। নিহত গোপাল সূত্রধর ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর বলে আমরা জানতে পেরেছি।
এর বেশি তথ্য এখন আমাদের কাছে নেই। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে বলেন জানান তিনি।
এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক মো. বেলাল হোসেন ঢাকা পোস্ট-কে বলেন, গোপাল সূত্রধর মোটরসাইকেলে করে নদ্দা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে করে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং বাসের চাকায় পিস্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ এখন রাজধানীর বারিধারা এলাকায় ৭১ টিভির অফিসে নেওয়া হচ্ছে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এমএসি/এফআর