বিসিএসের কারণে পেছাল এসআই নিয়োগ পরীক্ষা
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে পিছিয়েছে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক আদেশে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
পুলিশ সদর দফতর জানায়, নতুন সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
এর আগে এসআই নিয়োগ প্রক্রিয়ার অন্যতম ধাপ ‘শারীরিক সক্ষমতা যাচাই’ পরীক্ষা ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে একই সময়ে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে সূচিতে পরিবর্তন আনার আভাস দিয়েছিল পুলিশ সদর দফতর।
গত ৮ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি দেয় পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গত ১০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে আগামী ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানানো হয়।
এআর/এসকেডি