চসিকের টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তার নামে দুদকের মামলা
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জামানতের ৮৭ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকা আত্মসাতের দায়ে অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ শাখার অফিসার মো. রফিক উদ্দিন কোরাইশীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন। মঙ্গলবার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে মামলা করেন।
দুদক সূত্রে জানা যায়, রফিক উদ্দিন কোরাইশী ২০০৫ সাল থেকে অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ শাখায় অফিসার হিসেবে কাজ করছেন। এই সুযোগে তিনি চসিকের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জামানতের চেক জমা না দিয়া তার নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতেন। এরই ধারাবাহিকতায় রফিক উদ্দিন কোরাইশী বিভিন্ন তারিখে চট্টগ্রাম সিটি করপোরেশন (মেয়র), চট্টগ্রাম এর অনুকূলে সোনালী ব্যাংক থেকে ইস্যুকৃত জামানতের ১২টি চেক নেন। ১২ চেকের ৮৭ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকা চসিকের অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করেন। পরে এসব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। ২০১৫ সালের ১৮ মার্চ থেকে ২০২১ সালের ১১ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখায় এ ঘটনা ঘটে।
রফিক উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। দুদক কর্মকর্তারা বলছেন মামলা তদন্তকালে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে।
মামলার এজহার সূত্রে জানা গেছে, রফিক উদ্দিন ১৯৮৯ সালে অগ্রণী ব্যাংকে যোগ দেন। এরপর ২০০৫ সালে আগ্রাবাদ শাখায় যোগ দেন। সাধারণ ব্যাংকিং এ ক্লিয়ারিং সেকশনে কাজ করতেন তিনি। গত ১১ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের হেড অব অ্যাকাউন্টস মোহা. হুমায়ূন কবির আগ্রাবাদের অগ্রণী ব্যাংকের শাখা প্রধানকে জানান তাদের এসএনটিডি অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকার কথা ওই পরিমাণ টাকা নেই। এরপর ব্যাংক কর্মকর্তারা রফিক উদ্দিন কোরাইশীকে ওই টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে চসিকের জামানতের চেকের টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন। এরপর আগ্রাবাদ শাখার পক্ষ থেকে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ ।
কেএম/আইএসএইচ/ওএফ