এমপি একাব্বরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) পৃথক বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।
শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শোক বার্তয় রেলমন্ত্রী বলেন, মো. একাব্বর হোসেন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি মো. একাব্বর হোসেন।
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, কিডনি রোগে আক্রান্ত হয়ে আট বছর ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১০ অক্টোবর ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ২টার দিকে তিনি মারা যান। আগামীকাল বুধবার বাদ জোহর মির্জাপুর এসকে পাইলট উচ্চবিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। এর আগে ১৯৯০ সালে মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
পিএসডি/এইউএ/এসকেডি