পুলিশ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় মো. ইদ্রিস মিয়া নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হত্যা মামলায় এক ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
তিনি বলেন, পুলিশ হত্যা মামলায় জাকের হোসেন নামে এক ব্যক্তিকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্য সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত জাকিরকে কারাগারে পাঠানো হয়েছে।
ওমর ফুয়াদ বলেন, মামলার এজাহারে আটজন আসামি ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ২১ জনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাকের হোসেন প্রকাশ জাকির হোসেন (৩০) নোয়াখালীর হাতিয়া থানার পণ্ডিত গ্রামের মৃত মোবাশ্বের আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ লাইনের এএসআই মো. ইদ্রিস মিয়া ২০০৬ সালের ২৭ ডিসেম্বর তিন দিনের ছুটিতে চট্টগ্রামে আসেন। সিএনজিচালিত অটোরিকশা নিয়ে গন্তব্যে যাওয়ার পথে ছিনতাইকারী দল তার চোখে মলম লাগিয়ে ছুরিকাঘাতে খুন করে। ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মো. ইদ্রিস মিয়ার মরদেহ চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বিসিক এলাকার ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কে এম পেয়ার আহমেদ বাদী হয়ে মামলা করেন।
কেএম/জেডএস