আইওআরএর সম্মেলন শুরু আজ
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তিন দিনব্যাপী উচ্চ পর্যায়ের সম্মেলন আজ সোমবার (১৫ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে। সোম ও মঙ্গলবার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পরদিন অনুষ্ঠিত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠকে মৎস্য সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ব্লু-ইকোনমিসহ মোট ছয়টি বিষয় প্রাধান্য পাবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলের ২৩ দেশের জোট আইওআরএর ২১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংগঠনের কমিটি অব সিনিয়র অফিসিয়ালসের ২৩তম সভা এবং কাউন্সিল অব মিনিস্টার্সের ২১তম সভা অনুষ্ঠিত হবে। সভার পর বাংলাদেশ প্রথমবারের মতো অ্যাসোসিয়েশনের সভাপতির পদ গ্রহণ করবে, যার মেয়াদ দুই বছর। সোম ও মঙ্গলবার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পরদিন অনুষ্ঠিত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক। সদস্য দেশগুলোর পাশাপাশি সংলাপ সহযোগী হিসাবে অংশ নেবে আরও ৯ দেশ। বৈঠকে ১১ দেশের ১২ জন মন্ত্রী সরাসরি উপস্থিত থাকবেন, বাকিরা অংশ নেবেন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে।
সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এ সম্মেলন বাংলাদেশের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ ভারত মহাসাগরীয় অঞ্চল বাণিজ্যের জন্য খুবই ভালো জায়গা। আবার খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। ঘূর্ণিঝড়, বন্যা, সুনামি ভারত মহাসাগরেই বেশি হয়। আমরা পরিকল্পনা করেছি, ডেল্টা প্ল্যান, যা ২১০০ সাল পর্যন্ত থাকবে। এ অঞ্চলের বিভিন্ন ইস্যু এখানে তুলে ধরার সুযোগ থাকবে। সম্মেলনের আলোচনায় মৎস্য সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ব্লু-ইকোনমিসহ মোট ছয়টি বিষয় প্রাধান্য পাবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স) অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম বলেন, প্রত্যেক দেশের কোভিড ব্যবস্থাপনার দিকও থাকবে, রিকভারি কেমন, টিকাদান কর্মসূচি কেমন, সেটা নিয়ে ইন্টারেক্টিভ ডায়ালগ মিনিস্টারিয়াল সেগমেন্টে রাখা আছে। ইন্দো-প্যাসিফিক নিয়েও একটা আলাপ-আলোচনা হবে। আমাদের আউটলুক সামনে কী রকম হবে, সেটা দেখা যাবে। বিভিন্ন ভিউজ আমরা গ্রহণ করতে পারব।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এ মিটিংয়ের মাধ্যমে আমাদের কোভিড পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আছে, সেটা তুলে ধরার একটা সুযোগ পেয়ে যাচ্ছি।
এনআই/এসকেডি