ভারত সফরে যাচ্ছেন শেখ রেহানা
আগামী ৬ ডিসেম্বর ভারতের দিল্লিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারক বক্তৃতা দিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা হচ্ছে, স্মারক বক্তৃতা দিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বঙ্গবন্ধুকে সম্মান জানাতে দিল্লিতে এখন থেকে প্রতি বছর শেখ মুজিবুর রহমান স্মারক বক্তৃতা আয়োজনের পরিকল্পনা করেছে ভারত। সেখানে প্রথমবার বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র বলছে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বর্তমানে নয়া দিল্লি সফরে রয়েছে। মূলত, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর এবং বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানাকে দিল্লির সফর নিয়ে কাজ করতেই এ সফরে গেছেন।
কূটনৈতিক সূত্র বলছে, আগামী ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে দিল্লির ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) ৬ ডিসেম্বর দিল্লিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারক বক্তৃতা দিতে আমন্ত্রণ জানিয়েছে। ঢাকা ও দিল্লির পক্ষ থেকে রাষ্ট্রপতি রামনাথ ও শেখ রেহানার সফরের বিষয়ে নিশ্চিত কোনো বার্তা না দিলেও দুজনই সফর হওয়ার সম্ভাবনাই বেশি।
জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান, দিল্লির ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) স্মারক বক্তৃতামালার প্রথম সংস্করণটি দেওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যাকে বেছে নিয়েছে। এখন থেকে আইসিডব্লিউএ নিয়মিত বক্তৃতাটির আয়োজন করবে।
একাত্তরের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দেয় ভারত। তারিখটি স্মরণীয় রাখতে বিশ্বের বিভিন্ন দেশে একসঙ্গে ‘মৈত্রী দিবস’ পালন করবে বাংলাদেশ ও ভারত।
এনআই/এসকেডি