সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন : আবুল কালাম (৫০) শামসুদ্দিন রবিন (৪০), রিপন (৪৫) শফিকুল ইসলাম (৪০) বিশ্বনাথ (৬৫) ও কবির (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি বলেন, সায়দাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে আমাদের এখানে আনা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, আবুল কালামের ৮০ শতাংশ, শামসুদ্দিন রিপনের ৬০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ, বিশ্বনাথের ৩৪ শতাংশ, কবিরের ৮৫ শতাংশ এবং রবিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। রবিন ছাড়া সবাইকে পোস্ট-অপারেটিভে রাখা হয়েছে। এছাড়া রবিনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
দগ্ধ শামসুদ্দিন রবিন জানান, ওই মার্কেটে তার ওয়েল্ডিং দোকান আছে। হঠাৎ পাশের দোকান থেকে আগুনের ফুলকি এসে তার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে যায়। কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
এসএএ/এসকেডি