অপহরণের ৩৭ দিন পর ২ বোন উদ্ধার, আটক ৩
চট্টগ্রামের রাউজান থেকে অপহরণের ৩৭ দিন পর ২ বোনকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বান্দরবান জেলার লামাপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করেছে র্যাব।
আটক তিনজন হলেন- লাকী শীল, উত্তম দাস ও পলাশ শীল।
রোববার ( ৭ নভেম্বর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের রাউজানের এক বাসিন্দা আমাদের কাছে অভিযোগ করেন তার ৮ম শ্রেণি এবং ১০ম শ্রেণি পড়ুয়া দুই ভাতিজি স্কুলে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অভিযোগ পেয়ে আমরা ভিকটিমদের উদ্ধারের জন্য ছায়া তদন্ত শুরু করি। তদন্তের এক পর্যায়ে জানতে পারি অপহরণকারী চক্রটি বান্দরবনের লামাপাড়া এলাকায় অবস্থান করছে। পরে শনিবার অভিযান পরিচালনা করে দুই বোনকে উদ্ধার করি।
এরপর অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিমদের ফুসলিয়ে অপহরণ করে তারা। পরে অসৎ উদ্দেশ্যে তাদের আটক করে রাখে চক্রটি।
এই ঘটনায় ৩০ সেপ্টেম্বর রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন উদ্ধার হওয়া দুই বোনের চাচা।
কেএম/জেডএস