ট্রেনের ধাক্কায় প্রাণ গেল জাবির ডেপুটি কম্পট্রোলারের
রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেপুটি কম্পট্রোলার আশরাফুল আলম বাচ্চু (৪৫) মারা গেছেন।
শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে কমলাপুর রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী ঢাকা পোস্টকে বলেন, নিহতের বাড়ি জামালপুর। রাতে তিনি একটি ট্রেনে করে জামালপুর থেকে কমলাপুরের উদ্দেশ্যে রওনা করেন। পরে খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেন স্লো করলে তিনি ট্রেন থেকে নামেন। এমন সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পান এবং একটি পা ভেঙে যায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কম্পট্রোলার ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কমলাপুর রেলওয়ে পুলিশ গভীর রাতে ট্রেনের ধাক্কায় আহত একজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
এসএএ/আইএসএইচ/এসএসএইচ